Team Building শব্দের অর্থ দল গঠন। এই ট্রেনিং থেকে আমরা যা যা শিখতে পারবো সেটা হল,
দলের সঙ্গা, দলের প্রকার ভেদ, দল গঠনের গুরুত্ব , দল গঠনের জন্য বাবুল্যান্ডের নিয়ম, দলের জন্য প্রয়োজনীয় যা যা দরকার সেটা খুজে বের করা এবং একটি সুন্দর দল গঠন করার জন্য ৫ টি অসাধারণ উপায়।
Babuland দলীয় বদ্ধ ভাবে কাজে বিশ্বাসী। এছাড়া যে কোন কাজ যদি দলীয় ভাবে করা যায় তাহলে সাফল্যের হার বেশী থাকে। তাই এই ট্রেনিংটি আমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
প্রতিটি ট্রেনিংকে কয়েকটি নির্দিষ্ট অংশে বিভক্ত করা হয়েছে।
প্রতিটি অংশকে কয়েকটি নির্দিষ্ট ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
প্রতিটি ভিডিও এর পরে একটি করে অন লাইন টেস্ট চলে আসবে।
প্রতিটি টেস্টে অন্তত পক্ষে ৯০% নম্বর পেতে হবে। ৯০% নম্বর না পেলে পরবর্তী ভিডিওতে প্রবেশ করা যাবে না।
সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ।
hi hallo my name opurbo hira id 0075