অন্য কোন ব্যাক্তির কাছ থেকে, এমন কোন আচরন, ব্যবহার, কথা অথবা প্রস্তাব যেটা অস্বস্তি বোধ করায়, তাকে Sexual Harassement বলে।
Sexual Harassement শব্দের অর্থ যৌন হয়রানি।
যে কোন জায়গা যেখানে একাধিক মানুষ একসাথে কাজ করে এবং যেখানে গেস্টদের সাথে সরাসরি কাজের সম্পর্ক রয়েছে সেখানেই Sexual Harassment Awareness বিষয়টি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।
এটি একটি সেমিনার এবং এখান থেকে আমরা শিখেবো ,
Sexual Harassment কি ? Sexual harassment কত প্রকার ? কেন Sexual harassment ঘটে ? কে / কারা হয়রানি করে ? Babuland এর ভিতরে হয়রানি, Babuland এর বাইরে হয়রানি, হয়রানির প্রভাব, বাবুল্যান্ডের নিয়ম, কিছু ঘটনা, আমাদের দায়িত্ব।
Babuland “ মনের মত সার্ভিস “ গ্রাহক সেবায় বিশ্বাসী। “ মনের মত সার্ভিস “ তখনই আসবে যখন সবাই মন থেকে নিজেকে সুরক্ষিত অনুভব করবে।
তাই Babuland এ যারাই সরাসরি কাজে করছে তাদের সকলের জন্য Sexual Harassment Awareness সেমিনারটি অবধারিত।
আমাদের Babuland Academy এর প্রতিটি ট্রেনিংকে আমরা কয়েকটি নির্দিষ্ট অংশে বিভক্ত করেছি , যা কয়েকটি নির্দিষ্ট ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওগুলোর পরে একটি করে অন লাইন টেস্ট চলে আসে।
কিন্তু এটা যেহেতু একটি সেমিনার তাই কোন পরীক্ষা আমরা রাখিনি।
সবাইকে অত্যন্ত মনোযোগ সহকারে সেমিনারটি দেখার এবং এখান থেকে বিষয়গুলো শিখে নেয়ার জন্য অনুরোধ করা হল।
সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ।