Induction শব্দের অর্থ পরিচিতি অথবা সূচনা।
যে কোন জায়গা যেখানে গ্রাহকদের সাথে সরাসরি কাজ করতে হয় সেখানেই কোম্পানি কালচারের সাথে পরিচিতি এবং কাজ সম্পর্কে জানা বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।
এই ট্রেনিং থেকে আমরা শিখতে পারবো Babuland পরিচিতি, Babuland এর ইতিহাস, এক নজরে Babuland, Babuland এর অবস্থান, টিকিট এর দাম, রাইডস, খেলার নিয়ম, কেন Babuland বাচ্চাদের জন্য একটি নিরাপদ জায়গা ? আমরা কেন মোজা ব্যবহার করি, Guest Service, বেবিদের পরিচর্যা, ওয়াস রুমের আদব – কায়দা, লিফট এর আদব – কায়দা, প্লে গ্রাউন্ড বিধি সম্পর্কে যে বিষয়গুলি আমাদের জানা উচিত, Our Items, কি করবো / কি করবো না।
Babuland “ মনের মত সার্ভিস “ গ্রাহক সেবায় বিশ্বাসী। তাই Babuland এ যারাই সরাসরি গ্রাহকের সাথে সংযুক্ত তাদের সকলের জন্য Induction ট্রেনিংটি অবধারিত।
প্রতিটি ট্রেনিংকে কয়েকটি নির্দিষ্ট অংশে বিভক্ত করা হয়েছে।
প্রতিটি অংশকে কয়েকটি নির্দিষ্ট ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
প্রতিটি ভিডিও এর পরে একটি করে অন লাইন টেস্ট চলে আসবে।
প্রতিটি টেস্টে অন্তত পক্ষে ৯০% নম্বর পেতে হবে। ৯০% নম্বর না পেলে পরবর্তী ভিডিওতে প্রবেশ করা যাবে না।
সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ।