যখন কোন শিশুর মধ্যে ,
সামাজিক যোগাযোগে অদক্ষতা , পুনরাবৄতি মূলক আচরণ , কথা বলায় অসুবিধা, যে কোন ধরনের যোগাযোগ তৈরিতে অসুবিধা ,হাটা চলায় অসুবিধা ইত্যাদি বিষয়গুলো দৃশ্যমান হয় তখন সেই বাচ্চাদের Gifted Child বলে।
যে কোন জায়গা যেখানে বাচ্চাদের সাথে সরাসরি কাজ করতে হয় এবং যেখানে Gifted বাচ্চারা আসে সেখানেই Gifted Child Manner বিশেষটি খুবই গুরুত্বপূর্ণ।
এই ট্রেনিং থেকে আমরা শিখতে পারবো Gifted Child বলতে কি বুঝায়? Gifted Child কারা ?
বয়স সীমা, Gifted Childদের লক্ষন, Gifted Childদের বৈশিষ্ট, World popular Gifted Baby, Babulandএ Gifted Child, আমরা কি কি সমস্যার সম্মুখিন হই, আমাদের ভুল ধারনা, পিজিএর দায়িত্ব, বাবুল্যান্ডের মনোভাব, ব্রান্ড ভ্যলু।
Babuland “ মনের মত সার্ভিস “ গ্রাহক সেবায় বিশ্বাসী। তাই Babuland এ যারাই সরাসরি বাচ্চাদের সাথে কাজে সংযুক্ত তাদের সকলের জন্য Gifted Child Manner ট্রেনিংটি অবধারিত।
প্রতিটি ট্রেনিংকে একটি অংশে বিভক্ত করা হয়েছে, যা নির্দিষ্ট ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটি এর পরে একটি করে অন লাইন টেস্ট চলে আসবে।
টেস্টে অন্তত পক্ষে ৯০% নম্বর পেতে হবে। ৯০% নম্বর না পেলে কোর্সটি সম্পন্ন হবে না।
সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ।