Ethics শব্দের অর্থ নীতি। Honesty শব্দের অর্থ সততা।
এক জন মানুষের নৈতিক নীতিমাল, মুল্যবোধ, জ্ঞান এবং বিচার বুদ্ধি যা ঐ ব্যক্তির কথা – বার্তা, আচরণ এবং কর্মকাণ্ডে প্রকাশ পায়।
ন্যায় – অন্যায় , ভালো – মন্দ ইত্যাদি বাস্তবিক বিষয়ের প্রতি ধারনা এবং বিশ্বাস প্রকাশ পায় নীতি এবং সততার উপর।
যে কোন কাজ এবং যে কোন জায়গা যেখানে গ্রাহকদের সাথে সরাসরি কাজ করতে হয় এবং বিক্রয় সম্পৃক্ত সেখানেই Ethics & Honesty অপরিহার্য।
এই ট্রেনিং থেকে আমরা শিখতে পারবো সেগুলো হল ঃ Definition of Ethics & Honesty, Importance of Ethics & Honesty, Component of Ethics & Honesty, Formula, PGA Role & Work Ethics, Outcomes.
Babuland “ মনের মত সার্ভিস “ গ্রাহক সেবায় বিশ্বাসী। তাই Babuland এ যে ব্যক্তি যেই কাজের সাথে জড়িত তাদের সকলের জন্য Ethics & Honesty ট্রেনিংটি অবধারিত।
সম্পূর্ণ ট্রেনিংকে কয়েকটি নির্দিষ্ট অংশে বিভক্ত করা হয়েছে।
প্রতিটি অংশকে কয়েকটি নির্দিষ্ট ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
প্রতিটি ভিডিও এর পরে একটি করে অন লাইন টেস্ট চলে আসবে।
প্রতিটি টেস্টে অন্তত পক্ষে ৯০% নম্বর পেতে হবে। ৯০% নম্বর না পেলে পরবর্তী ভিডিওতে প্রবেশ করা যাবে না।
সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ।