Cleaning শব্দের অর্থ পরিছন্নতা ।
প্রত্যেক ব্যক্তির জন্য পরিস্কার – পরিছন্নতা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। বাবুলান্ডে যারা সরাসরি গ্রাহকের সাথে সম্পৃক্ত তাদের জন্য এই বিষয়টা আরো বেশি প্রয়োজন।
এই ট্রেনিং এর মাধ্যমে আমরা জানতে পারবো, Cleanliness Management কি , Cleanliness Management এর প্রয়োজনিয়তা , Know the cleaning props & usage, Two types of cleaning , কি কি রাসায়নিক নিয়ে Cleaning করা হয় , Germs & Bacteria কি এবং Cleaning Awareness Tips.
Babuland বিশ্বাস করে যে Cleanliness Management এর মাধ্যমে একজন ব্যক্তি নিজের এবং গেস্টদের আরো ভালো যত্ন নিতে পারবে । তাই Babuland এ যারাই সরাসরি গ্রাহকের সাথে সংযুক্ত তাদের সকলের জন্য গ্রাহক সেবা ট্রেনিংটি অবধারিত।
প্রতিটি ট্রেনিংকে কয়েকটি নির্দিষ্ট অংশে বিভক্ত করা হয়েছে।
প্রতিটি অংশকে কয়েকটি নির্দিষ্ট ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
প্রতিটি ভিডিও এর পরে একটি করে অন লাইন টেস্ট চলে আসবে।
প্রতিটি টেস্টে অন্তত পক্ষে ৯০% নম্বর পেতে হবে। ৯০% নম্বর না পেলে পরবর্তী ভিডিওতে প্রবেশ করা যাবে না।
সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ।