Babuland এ ঘটিত বাস্তব ঘটনার উপর ভিত্তি করে কিছু ঘটনা আমরা Case Study হিসেবে উপস্থাপন করছি।
যদি কারো কোন ব্যক্তির সাথে অথবা পরিচিত কোন ব্যক্তির সাথে মিলে যায় তাহলে কোন ধরনের সমালোচনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।
অন্যথায় HR Action হতে পারে।
Babuland “ মনের মত সার্ভিস “ গ্রাহক সেবায় বিশ্বাসী। “ মনের মত সার্ভিস “ তখনই আসবে যখন সবাই শারীরিক এবং মানুষিক ভাবে সুস্থ এবং মন সুরক্ষিত থাকবে।
তাই Babuland এ যারাই সরাসরি কাজ করছে তাদের সকলের জন্য Case Study অবধারিত।
পুরো Case Study ভিডিও হিসেবে উপস্থাপন করা হয়েছে।
ভিডিও এর পরে একটি করে অন লাইন টেস্ট চলে আসবে।
প্রতিটি টেস্টে অন্তত পক্ষে ৯০% নম্বর পেতে হবে। ৯০% নম্বর না পেলে পরবর্তী ভিডিওতে প্রবেশ করা যাবে না।
সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ।