Benefits শব্দের অর্থ উপকারিতা।
প্রত্যেক ব্যক্তির জন্য Babuland Rides এর উপকারিতা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। বাবুলান্ডে যারা সরাসরি গ্রাহকের সাথে সম্পৃক্ত তাদের জন্য এই বিষয়টা আরো বেশি প্রয়োজন।
এই ট্রেনিং এর মাধ্যমে আমরা জানতে পারবো Babuland List of Ride, 3 types of benefits BABULANDERs having from the BABULAND rides এবং Benefits of all rides .
Babuland বিশ্বাস করে যে Babuland এ খেলার মাধ্যমে একজন বাচ্চা শারীরিক, সামাজিক এবং মানুষিক দক্ষতা উন্নত করার পাশাপাশি আরোও অনেক দক্ষতা উন্নত করতে পারবে। তাই Babuland এ যারাই সরাসরি গ্রাহকের সাথে সংযুক্ত তাদের সকলের জন্য Benefits of Rides ট্রেনিংটি অবধারিত।
প্রতিটি ট্রেনিংকে কয়েকটি নির্দিষ্ট অংশে বিভক্ত করা হয়েছে।
প্রতিটি অংশকে কয়েকটি নির্দিষ্ট ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
প্রতিটি ভিডিও এর পরে একটি করে অন লাইন টেস্ট চলে আসবে।
প্রতিটি টেস্টে অন্তত পক্ষে ৯০% নম্বর পেতে হবে। ৯০% নম্বর না পেলে পরবর্তী ভিডিওতে প্রবেশ করা যাবে না।
সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ।