শারীরিক পরিস্কার-পরিচ্চছন্নতা স্বাস্থ্য সুরক্ষার একটি অংশ। এটা সংস্কৃতি থেকে সংস্কৃতিতে এবং পরিবার থেকে পরিবারে পরিবর্তিত হয়।
বাবুল্যান্ডের মূল লক্ষ কেবল ব্যবসায়ের মাধ্যমেই সফলতা লাভ নয়, আমাদের প্রতিভা বিকাশ এবং উন্নয়ন এর উদ্দেশ্যও রয়েছে।
মানুষ KSA (, জ্ঞান, দক্ষতা এবং ক্ষমতা) এর উপর ভিত্তি করে মানবসম্পদে পরিণত হয় এবং এটি সুস্বাস্থ্যের মাধ্যমে শুরু করা উচিত। আমাদের প্রতিভাদের ৭০% মহিলা তাই তাদের স্বাস্থ্যের যত্নে উৎসাহ দেয়া আমাদের কর্তব। মাসিক চক্রের সাথে মহিলার স্বাস্থ্য সম্পর্কিত। সুতরাং বাবুল্যান্ড মহিলা স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সম্মত।
Babuland “ মনের মত সার্ভিস “ গ্রাহক সেবায় বিশ্বাসী। “ মনের মত সার্ভিস “ তখনই আসবে যখন সবাই শারীরিক এবং মানুষিক ভাবে সুস্থ এবং মন সুরক্ষিত থাকবে।
তাই Babuland এ যারাই সরাসরি কাজ করছে তাদের সকলের জন্য নন্দিনী সেমিনারটি অবধারিত।
আমাদের Babuland Academy এর প্রতিটি ট্রেনিংকে আমরা কয়েকটি নির্দিষ্ট অংশে বিভক্ত করেছি , যা কয়েকটি নির্দিষ্ট ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওগুলোর পরে একটি করে অন লাইন টেস্ট চলে আসে।
কিন্তু এটা যেহেতু একটি সেমিনার তাই কোন পরীক্ষা আমরা রাখিনি।
সবাইকে অত্যন্ত মনোযোগ সহকারে সেমিনারটি দেখার এবং এখান থেকে বিষয়গুলো শিখে নেয়ার জন্য অনুরোধ করা হল।
সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ।